ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। মঙ্গলবার ( ১৮ মার্চ) মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার (১৭ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পনেরো বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা ক্রিকেট দলের সদস্য হিসেবে প্রবেশের চেষ্টা করেছিলেন।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, দলটি ক্রিকেট খেলার পোশাক পরে এবং একটি টুর্নামেন্ট আয়োজনের চিঠি উপস্থাপন করে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিল। তবে তদন্তে দেখা গেছে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক জারি করা চিঠিটি ভুয়া।

আজ এক বিবৃতিতে বলা হয়েছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা নেই।

একেপিএস জানিয়েছে, যখন তারা একজন স্পনসরকে গ্যারেন্টার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিল তখন এটি আরও সন্দেহজনক হয়ে ওঠে। তবে, উপস্থিত ‘গ্যারান্টর’ স্বীকার করেছেন যে, ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য নেই এবং শুধু একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

সংস্থাটি জানিয়েছে, তদন্তে তাদের ক্রিকেটার হওয়ার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। সম্ভবত তারা এমন একটি সিন্ডিকেটের অংশ যারা নিজেদের ক্রিকেটার সেজে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে ঢুকতে না দেওয়া গোষ্ঠীর বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজ্য অভিবাসন বিধি অনুসারে তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।

একেপিএস আরও সতর্ক করে দিয়েছে যে, অবৈধ কাজ বা মানবপাচারের মতো বিভিন্ন উদ্দেশ্যে ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টা করলে যে কোনো ব্যক্তি বা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • আটক
  • ক্রিকেটার
  • বাংলাদেশি
  • মালয়েশিয়া
  • #