ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাবেক মডারেটর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রয়াণে স্মরণসভার আয়োজন করে। গত ১৩ মার্চ মস্তিষ্কে স্টোক ও রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্মরণসভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক-এর ভাই আতিকুল্লাহ সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. গোলাম রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বর্তমান এবং সাবেক সদ্যবৃন্দ।
অনুষ্ঠানে আ আ ম স আরিফিন সিদ্দিক-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর তাঁর স্মরণে স্মৃতিচারণ করা হয়। ব্যক্তিজীবনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য হিসেবে এবং সর্বপরি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর হিসেবে তাঁর কর্মকাণ্ড ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
অধ্যাপক আ আ ম স আরিফিন সিদ্দিক ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সাল থেকে ২০২০ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিটি কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা ছিল। তাঁর এই অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০১৭ সালে ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে আজীবন সম্মননা প্রদান করে।