ছোট্ট আদিবার বুক ভেদ করে গেল সন্ত্রাসীদের গুলি

:
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

ঈদের ছুটির মধ্যে গত ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘাত ও সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও কৃষক দলের দুই নেতাসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনাসদস্য, পুলিশসহ দুই শতাধিক মানুষ। লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপর গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে এক শিশু।

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারিবাড়ি এলাকায় স্থানীয় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফ গ্রুপের মধ্যে এই গোলাগুলি হয়। আদিবাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আদিবা সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে। গুলি আদিবার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। চন্দ্রগঞ্জ থানার ওসি কাউছার হামিদ জানান, অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলস্টেশনের গেটম্যানসহ দু’জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুমিরা রেলগেটের গেটম্যান নাজমুল হোসেনের সঙ্গে স্থানীয় জালাল উদ্দিনের রেলগেট খোলা নিয়ে কথাকাটাকাটি হয়। এ নিয়ে জালাল ও তার লোকেরা গেটম্যান নাজমুলকে কুপিয়ে আহত করে। এ সময় দেলোয়ার হোসেন নামে একজন বাঁচাতে এলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

নড়াইলের লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষের সময় আকবার শেখ (৬৮) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১২ জন। গত সোমবার বিকেলে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য আকবার শেখ। জানা গেছে, উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় মনিরুল গ্রুপের হয়ে ঘটনাস্থলে আসা আকবার শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মিল্টন জমাদ্দারের লোকজন। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে ভ%8

  • ঈদের ছুটি
  • গুলি
  • সংঘংর্ষ
  • সংঘাত
  • সন্ত্রাসী
  • #