খুলনায় বাটা শোরুমে ভাঙচুর, জুতা লুট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

খুলনার ময়লাপোতা মোড়ে কেএফসি ও ডমিনোস পিৎজার শাখা এবং সেনা কল্যাণ ভবনে বাটার শোরুম ভাঙচুর ও লুটপাত করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পর্যায়ক্রমে এ ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

খুলনায় বাটা শোরুমে ভাঙচুর, জুতা লুট

এর আগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বেলা ৩টায় নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল চলাকালে একাংশ গিয়ে কেএফসি ও ডমিনোস পিৎজার শাখায় হামলা চালায়। পরে তারা শিববাড়ী মোড়ের সেনা কল্যাণ ভবনে ঢুকে বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে। হামলার সময় বাইরের কাচ এবং ভেতরের আসবাব ভাঙচুর করে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়।

এদিকে ময়লাপোতা সড়কে অবস্থানরত বিক্ষুব্ধ জনতার একাংশ দেশে সব ধরনের ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধের আহ্বান জানায়।

  • খুলনা
  • জুতা
  • বাটা
  • ভাঙচুর
  • লুট
  • শোরুম
  • #