এবার চীনের পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর নতুন করে আরোপ করা অতিরিক্ত ৩৪ শতাংশ কর প্রত্যাহার না করে তবে ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক জারি হবে। সোমবার (৭ এপ্রিল) সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শর্ত মানার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নয়তো বুধবার থেকেই নতুন শুল্কহার চালু হবে।
ট্রাম্প বলেছেন, যদি চীন অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আগামী ৮ এপ্রিলের মধ্যে প্রত্যাহার না করে তবে ৯ এপ্রিল থেকে চীনের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল ‘পারস্পারিক শুল্ক’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত তালিকা শুরুই হয়েছিল চীন দিয়ে। চীন থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।
এরপর ৪ এপ্রিল মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। দেশটির অর্থ মন্ত্রণালয় জানায় নতুন শুল্ক ব্যবস্থা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।