১. সূত্র
জন্ম-মৃত্যু ব্যতীত জীবনের কোনো সূত্র নেই।
২. আত্মা
গোলাপ থেকে চুঁইয়ে পড়া সুগন্ধি লোবান ।
৩. স্মৃতি
একান্ত প্রার্থনায় ভেসে ওঠা তোমার মুখ ।
৪. দীর্ঘশ্বাস
দেয়ালের এপারে আমি
ওপারে তোমার বিশ্বাস
আজন্ম ভালোবেসে
সঙ্গী দীর্ঘশ্বাস।
৫. শেষ ট্রেন
শেষ ট্রেন বাড়ি ফিরে না কোনদিন
বুকে পুষে আবেগ, মায়ার ঋণ।
৬. লেনদেন
মিটে গেলে সব লেনদেন
দুয়ারে দাঁড়ায় নিরুদ্দেশের ট্রেন।