কক্সবাজারের জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আবুল হোসেন প্রকাশ আবু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টায় তার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মো. হোসেন বলেন, আমাদের সাথে একই গ্রামের প্রতিবেশী মো. হোসেন ও তার ছেলেদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে মো. হোসেন ও তার ছেলেরা আমাদের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে আমার ভাই আবুল হোসেন আবুকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পেয়েছি মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।