নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

বিদ্যমান শিল্পে অপরিবর্তিত রেখে নতুন শিল্পে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এই দাম বাড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, নতুন শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। পাশাপাশি ক্যাপটিভে ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে। তবে বিদ্যমান শিল্পে দাম অপরিবর্তিত থাকব‌ে বলে জানান জালাল আহমেদ।

  • গ্যাস
  • দাম
  • নতুন শিল্প
  • #