কেরানীগঞ্জে স্বামীকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৫

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় স্বামীকে অপহরণের পর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে অধিনায়কের পক্ষে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

গ্রেপ্তাররা হলেন উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আমিনপাড়া এলাকার মো. রমজান ওরফে রঞ্জু (৩৭), একই এলাকার মো. মিরাজ (২১), মো. মাহিম (২৫), এবং ১৭ ও ১৪ বছর বয়সি দুই কিশোর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৬টার দিকে ঢাকার কেরানীগঞ্জের খেজুরবাগের বাসা থেকে কাজের উদ্দেশে বের হয়ে অপহরণকারীদের কবলে পড়েন মো. মোস্তাকিম চৌধুরী (২৬) নামে এক যুবক।

যুবকের স্ত্রীর বরাতে র‌্যাব জানায়, সকাল আনুমানিক ৮টার দিকে যুবকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে মোস্তাকিমকে অপহরণ করা হয়েছে জানিয়ে তার স্ত্রীকে কেরানীগঞ্জের মুহুরীপট্টির আজিজ বেকারির সামনে ডাকে অজ্ঞাতনামা ব্যক্তি।

পরে যুবকের স্ত্রী সেখানে গেলে অপহরণকারীরা তাকে মুহুরীপট্টির একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে আসামি রমজান ওরফে রঞ্জুসহ অপহরণকারীরা মোস্তাকিমকে তার স্ত্রীর সামনে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। পরে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে অপহরণকারীদের টাকা দেওয়ার আশ্বাস দিয়ে সেখান থেকে কৌশলে বের হয়ে যুবকের স্ত্রী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে একটি মামলা করেন।

বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি দল ওই যুবককে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন তথ্যে প্রযুক্তির সহায়তায় রবিবার বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধারসহ জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • অপহরণ
  • কেরানীগঞ্জ
  • গ্রেপ্তার
  • মুক্তিপণ দাবি
  • #