থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

তীব্র দাবদাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে চলতি বছরে এখন পর্যন্ত হিটস্ট্রোকে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে দেশটির সরকার।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম সিএনএ।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশটিতে হিট স্ট্রোকে অন্তত ৩০ জন মারা গেছেন। গত বছরে দেশটিতে হিট স্ট্রোকে ৩৭ জনের প্রাণহানি হয়।

রাজধানী ব্যাংককে বুধবার (২৪ এপ্রিল) ৪০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

#