৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে তারা এ পদযাত্রা শুরু করেন।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাদের। এখানে আধা ঘণ্টার মতো অবস্থান করেন তারা। এখান থেকে চাকরি প্রার্থী এ আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা বরাবর প্রতিনিধি পাঠানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ নিরাপত্তার ইস্যু দেখিয়ে অনুমতি দেয়নি।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম তাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাবেন বলে আশ্বাস দেন। এ আশ্বাসের পর তারা এ পদযাত্রা কর্মসূচি স্থগিত করে।

  • ৪৬তম বিসিএস
  • পদযাত্রা
  • যমুনা
  • লিখিত পরীক্ষা
  • #