ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা, দুই ছাত্রদল নেতা গ্রেফতার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

মেহেরপুরের মুজিবনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের মুখ্য সংগঠক শাওন শেখের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক তৌফিকুল ইসলাম মিঠুন এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল হাসান।

যৌথ অভিযান চালিয়ে মেহেরপুর শহর থেকে তাদের গ্রেফতার করে মুজিবনগর থানা ও ডিবি পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (১৪ এপ্রিল) রাতে ভুক্তভোগী শাওন শেখ বাদী হয়ে মামলা করেন।

 

 

  • গ্রেফতার
  • ছাত্রদল নেতা
  • হামলা
  • #