অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
ছবি : সুপ্রিমকোর্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মূল ধারার গণমাধ্যমের অনলাইন প্লাটফর্মে জনপ্রিয় তারকাদের দিয়ে অনলাইন জুয়াবাজির সমর্থন এবং বিজ্ঞাপন বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম রাফিদ।

রিটে বলা হয়েছে, অনলাইন জুয়াবাজির বিস্তার রোধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা সংবিধানে ১৮ (২) র অনুচ্ছেদ, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এবং ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৯২ ধারার লঙ্ঘন এবং একই সঙ্গে তা জনস্বার্থের পরিপন্থি।
তানজিম রাফিদের আইনজীবী মাহিন এম রহমান বলেন, সুপ্রিমকোর্টের চলতি অবকাশ ছুটির পর এখতিয়ারসম্পন্ন নিয়মিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে।

অনলাইন জুয়াবাজি বন্ধে এর আগেও হাইকোর্টে রিট আবেদন হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মিফতাউল আলম ও সুমিত কুমার সরকার ২০২২ সালের ১১ ডিসেম্বর হাইকোর্টে একটি রিট করেন। এই রিটে প্রাথমিক শুনানির পর ২০২৩ সালের ১১ জুলাই হাইকোর্ট রুলসহ আদেশ দেন। নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশনসহ জুয়ার বিজ্ঞাপন দৃশ্যমান হয়, এমন সব ওয়েবসাইট ব্লক করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছিল। আর বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছিল, জুয়ার প্ল্যাটফর্মগুলোর অর্থ পরিশোধে ব্যবহৃত মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের পেমেন্ট গেটওয়ে ব্যবহারের অনুমতি দেওয়া থেকে বিরত রাখতে।

  • অনলাইন জুয়া
  • বন্ধ
  • বিজ্ঞাপন
  • রিট আবেদন
  • #