ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে আটক করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। আটক যুবকের নাম আলিনুর পাভেল (৩২)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে আলিনুর পাভেলকে আটক করে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। আটক পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
  • অস্ত্র
  • আটক
  • যুবক
  • #