ভুঞাপুরে ইউএনও কার্যালয়ের সামনের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রাখা মাটি কাটা যন্ত্র (ভেকু) দিয়ে ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়।

জানা যায়, গত ৯ এপ্রিল উপজেলার সিরাজকান্দি বালু ঘাট থেকে ৪টি মাটি কাটা যন্ত্র (ভেকু) জব্দ করে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে ভেকুগুলো উপজেলা চত্বর থেকে সরিয়ে নেওয়ার সময় একটি দিয়ে শেখ মুজিবের ম্যুরাল ভাঙা হয়। এর আগেও গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর বিক্ষুব্ধরা ম্যুরালের একাংশ ভেঙে ফেলে। আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা পরিষদের অর্থায়নে ইউএনও কার্যালয়ের সামনে ম্যুরালটি নির্মাণ করা হয়। রাতের আঁধারে ভেকু ম্যুালটি ভেঙে ফেলায় আলোচনা-সমালোচনা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন জানান, কে বা কারা ম্যুরালটি ভেঙে ফেলেছে সেটা জানা যায়নি। পরে ঘটনাটি জানতে পেরেছি।

  • ইউএনও কার্যালয়
  • বঙ্গবন্ধু
  • ভাঙচুর
  • ভুঞাপুর
  • ম্যুরাল
  • #