টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

টঙ্গীর রেল কলোনি এলাকায় সিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিজন গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকার স্বপন মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামে।

পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে রেল কলোনি বস্তির জনৈক ফারুকের চায়ের দোকানের সামনে কয়েক ব্যক্তি সিজনকে ধারাল চাপাতি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। এরপর জনতার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা চলে যায়। পরে আহত ভিকটিমকে স্থানীয় লোকজন ও ভিকটিমের স্ত্রী আফসানা টঙ্গী সরকারি হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত সিজনের ভাই শিপন জানান, নিহত সিজনের ভাই শিপন জানান, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সালমানকে গতকাল সোর্স মনিরের সহযোগিতায় আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়। বিকেলে সে ফোন করে আমার ভাইকে ডেকে আনে আর সন্ধ্যার পর সালমান ও তার সহযোগীরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • টঙ্গী
  • যুবক
  • হত্যা
  • #