সাম্প্রদায়িক সহিংসতায় উদ্বেগ প্রকাশ ঐক্য পরিষদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

বাংলাদেশে একের পর এক সাম্প্রদায়িক সহিংসতায় সংখ্যালঘুদের হত্যা, ধর্ষণ, নিপীড়ন ও চাকরিচ্যুতিতে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রোববার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব ঘটনার নিন্দা জানায় ঐক্য পরিষদ।

দিনাজপুরের বিরলে ভবেশ চন্দ্র রায়ের হত্যা, চট্টগ্রামের সীতাকুন্ডে প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে জোর করে পদত্যাগে বাধ্য করা এবং রাঙামাটির কাউখালীতে এক মারমা তরুণীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, শুধু মার্চ মাসেই দেশজুড়ে প্রায় অর্ধশত সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। এসব ঘটনায় হত্যা, ধর্ষণ, মন্দিরে হামলা, ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার, আদিবাসীদের ওপর হামলা, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের মতো ঘটনা ঘটেছে।

  • সাম্প্রদায়িক সহিংসতায়
  • হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
  • #