নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চায় হেফাজতে ইসলাম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) দুপুরে ঢাকার কাকরাইলে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এ দাবি জানান।

মামুনুল হক বলেন, আমরা দেখেছি, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক কিছু প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করা হয়েছে। সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন এবং ইসলামিক পারিবারিক আইনকে বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

তিনি আরও বলেন, শুধু এই প্রস্তাবনা বাতিল নয়, বরং এই ধরনের বিতর্কিত ও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাতকারী কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দেয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছি।

তিনি আরও জানান, এ ঘোষণা প্রত্যাহার দাবিতে আগামী ৩ মে মহাসমাবেশ করা হবে। যদি এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নারী অধিকার কমিশনের প্রস্তাবনাকে প্রত্যাহার এবং ইসলামকে কটাক্ষপূর্বক এই ধরনের প্রস্তাবনা দেয়ার দায়ে এই কমিশনকে বাতিল না করা হয়, তাহলে হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত , আগামী ৩ মে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেখানে তাদের বেশ কিছু দাবি উত্থাপন করা হবে বলে জানা গেছে।

  • নারীবিষয়ক সংস্কার কমিশন
  • বাতিল
  • হেফাজতে ইসলাম
  • #