দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ভুট্টাক্ষেতে মিলল অর্ধগলিত লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মেহেরপুরের গাংনীতে একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের কাকলি গাড়ি মাঠ এলাকার ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় কৃষকরা ওই কৃষি মাঠে কাজ করছিলেন। এ সময় দুর্গন্ধ আসছিল। কয়েকজন কৃষক গন্ধের উৎস খুঁজতে গিয়ে আব্দুল খালেক নামের এক কৃষকের ভুট্টাক্ষেতের মধ্যে অর্ধগলিত লাশ দেখেন। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ‌

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে পাঁচ-ছয় দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ভুট্টাক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। এতে লাশটিতে পচন ধরেছে। চেনার উপায় নেই। ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ধারণা করা হচ্ছে পাঁচ-ছয় দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ভুট্টাক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। লাশটিতে পচন ধরেছে। সেটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • অর্ধগলিত লাশ
  • গাংনী
  • ভুট্টাক্ষেত
  • মেহেরপুর
  • #