বরিশালের উজিরপুরে মালয়েশিয়া প্রবাসী সাবেক এক ছাত্রদল নেতার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে চাঁদা দাবির ঘটনায় এক যুবদল নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়, ভুক্তভোগী, ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার শিকারপুর বন্দরের একটি দোকানের সামনে জয়শ্রীর বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জালিছ মাহমুদ মৃধা প্রকাশ্যে কুপ্রস্তাব দেন এবং নগদ তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ওই নারী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নানাভাবে হুমকি দেন।
এদিকে, যুবদলের যুগ্ম আহ্বায়ক জালিছ মৃধার কুপ্রস্তাব ও চাঁদা দাবির একটি অডিও রেকর্ডিং ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, মামলা দায়েরের পর আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে জালিছ মৃধা। উজিরপুর থানা পুলিশকে অবহিত করলেও রহস্যজনক কারণে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমি আমার পরিবারে নিরাপত্তা চাই। জালিছ মৃধার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই।
তবে এ বিষয়ে অভিযুক্ত জালিছ মৃধার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এক প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও কুপ্রস্তাবের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।