কাশ্মীর হামলায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি রাহুল গান্ধীর

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হামলার নিন্দা জানিয়ে, ন্যায়বিচার ও নিহতদের পরিবারের জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (২৩ এপ্রিল) এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

রাহুল গান্ধী ওই পোস্টে লিখেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আব্দুল্লাহ এবং জম্মু-কাশ্মীরে কংগ্রেসের সভাপতি তারিক কারার সঙ্গে পাহেলগাম নৃশংস জঙ্গি হামলার সর্বশেষ অবস্থার বিষয়ে কথা হয়েছে। হামলা আহতদের ন্যায়বিচার ও নিহতদের পরিবারের জন্য পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি।

মোদির সঙ্গে ফোনালাপে পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, ইতালির প্রধানমন্ত্রী মেলোনিসহ বিশ্বনেতারা। এদিকে, এ হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই বলে দাবি করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ।

তের মাটিতেই তৈরি বলে মন্তব্য করেন তিনি।

  • কাশ্মীর হামলা
  • দাবি
  • নিশ্চিত
  • ন্যায়বিচার
  • রাহুল গান্ধী
  • #