রাজধানীর কারওয়ান বাজার এলাকার সংলগ্ন রেললাইনের মোহাম্মদ রফিক (২০) নামের এক তরুণের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) থেকে ফোন পেয়ে পুলিশ রফিকের লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত রফিকের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার অফিস তারাটি এলাকায়। রফিক কারওয়ান বাজার এলাকায় ছিনতাই করতেন। চুরি ও ছিনতাইয়ের অভিযোগে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। চুরি ও ছিনতাইয়ের টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে সহযোগীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা জানায়, গতকাল দুপুরে কারওয়ান বাজারে একটি রেস্তোরাঁর সামনে তাকে ছুরিকাঘাত করেন সহযোগীরা। পরে তার মরদেহটি কারওয়ান বাজার রেললাইনের পূর্ব পাশে ফেলে দেওয়া হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, গতকাল দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) থেকে ফোন পেয়ে কারওয়ান বাজার রেললাইনের পূর্ব পাশ থেকে রফিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। রফিকের সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।