বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত হাত-পা উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বুড়িগঙ্গার তীর থেকে পলিথিনে মোড়ানো মানুষের দুটি হাত ও পায়ের টুকরো উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। রোববার( ২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পোস্তগোলা ব্রিজের উত্তর পাশে আরসিন গেট এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় থেকে হাত-পা গুলো উদ্ধার করে সুরতহাল শেষে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার রাতে কেরানীগঞ্জ পোশাকপল্লির পূর্ব আগানগর এলাকার মাকসুদা গার্ডেন সিটির সামনের সড়ক থেকে মাথা ও হাত-পা-বিহীন এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বুড়িগঙ্গা নদীর পাড়ে পলিথিনে মোড়ানো মানবদেহের খণ্ডিত হাত ও পা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মানবদেহের ওই অংশগুলো উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জর গার্মেন্টসপল্লি থেকে উদ্ধার করা বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহের অবশিষ্ট অংশ কিনা তা ডিএনএ পরীক্ষা ফলাফল পেলে নিশ্চিত হওয়া যাবে।

  • অজ্ঞাত নারী
  • উদ্ধার
  • খণ্ডিত হাত-পা
  • বুড়িগঙ্গা
  • #