কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আটক ২, ছাত্রদলের বিক্ষোভ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দুজনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। শনিবার গভীর রাতে খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনো কোন মামলা না দায়ের হওয়ায় আটক দুজনের পরিচয় প্রকাশ করতে চায়নি পুলিশ। এদিকে নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে খানজাহান আলী থানা ছাত্রদল।

কুয়েট শিক্ষার্থীরা জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে তারা চারজন ক্যাম্পাসের বাইরে ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ড এলাকায় খাবার খেতে গিয়েছিলেন। এ সময় ১০-১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ‘তোরা কেন ভিসি নামাইলি’ বলে অভিযোগ তুলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এবং হামলার পর তারা দ্রুত সরে যায়। এ সময় ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, গালিব রাহাত ও মোহন গুরুতর আহত হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলার সঙ্গে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা জড়িত।

খানজাহান আলী থানার ওসি কবীর হোসেন বলেন, অভিযোগ জানার পরই মহানগর গোয়েন্দা পুলিশের সাথে যৌথভাবে আমরা অভিযান শুরু করি। রাতেই দুজনকে আটক করতে সক্ষম হয়েছি, বাকিদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের কুয়েট ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কুয়েটের প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। হামলাকারীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন কুয়েটের শিক্ষার্থীরা। ৬৫ দিনের আন্দোলনে কুয়েটের ভিসি মুহাম্মদ মাসুদকে অপসারণ করে সরকার। সেই থেকে কুয়েট শিক্ষার্থীদের সাথে স্থানীয় বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরোধ চলে আসছে।

  • আটক
  • কুয়েট
  • শিক্ষার্থী
  • হামলা
  • #