সোনারগাঁয়ে নদী থেকে নারীর হাত পা বাঁধা লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

বৈদ্যারবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশটি নদীতে মাছধরার বাঁশের খুটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে এখানে বেঁধে রেখে যায়।

  • উদ্ধার
  • নদী
  • নারী
  • সোনারগাঁয়
  • হাত-পা বাঁধা লাশ
  • #