জাবিতে হত্যার শিকার সেই ছাত্রলীগ নেতাকে শামিম মোল্লাও ‘সাময়িক বহিষ্কার’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫৯ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিস্ময়করভাবে এই তালিকায় রয়েছে ‘গণপিটুনিতে নিহত’ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও।

সম্প্রতি এই বহিষ্কারাদেশ বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। গত ২৮ এপ্রিল ইতিহাস বিভাগে পাঠানো চিঠিতে দেখা যায়, বিভাগটির প্রাক্তন শিক্ষার্থী শামীম মোল্লার নাম তালিকার প্রথমে। তার নামের পাশে ‘মৃত’ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

শামীম মোল্লা ছিলেন ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তাকে ‘গণপিটুনি’ দিয়ে পুলিশে সোপর্দ করে ছাত্র-জনতা। পুলিশের হেফাজতেই তিনি মারা যান।

বহিষ্কারাদেশে মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান জানান, সিন্ডিকেট সভা থেকে প্রাপ্ত তালিকাটি শিক্ষা শাখা প্রস্তুত করে আমাদের দেয়। ৩৭টি বিভাগে আলাদা চিঠি স্বাক্ষর করতে গিয়ে অসাবধানতাবশত এই ভুল হয়েছে। বিষয়টি সংশোধন করে পুনরায় সঠিক চিঠি বিভাগে পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসী ও পুলিশের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে নতুন প্রশাসন গঠিত হয় এবং হামলার ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, যেসব অভিযুক্তদের ছাত্রত্ব শেষ, তাদের সনদপত্র স্থগিত করা হবে; পরীক্ষায় অংশ নেওয়া ও ভাইভা দেওয়া শিক্ষার্থীদের ফলাফল স্থগিত থাকবে; আর যারা নিয়মিত শিক্ষার্থী, তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

  • জাবি
  • নিহত ছাত্রলীগ নেতা
  • সাময়িক বহিষ্কার
  • #