ভারতকে ১৪৫ রানে আটকালেন টাইগ্রেসরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

সিলেটে সিরিজের প্রথম নারী টি-টোয়েন্টিতে ভারতকে ১৪৫ রানের মধ্যে আটকে রেখেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নিয়ে ভারত মাঝের ওভারগুলোতে দাপট দেখালেও এর আগে-পরে ঠিক সুবিধা করতে পারেনি। রাবেয়া-মারুফাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে দেড়শ’র মধ্যে আটকে রেখেছে বাংলাদেশ।

আজ রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। তাছাড়া ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মারুফা আক্তার।

#