রাজধানীর মতিঝিলের আরামবাগে মো. মোমিন (২০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আরামবাগ টিঅ্যান্ডটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, মতিঝিল টিঅ্যান্ডটি কলেজের সামনে মোমিন নামের ওই যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পথচারীরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই জুলহাস বলেন, নিহত যুবকের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।