নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় শাহাদাৎ (৩৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ মে) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহম্মেদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়েছে। মাদক কারবারি শাহাদাৎ জিমখানা এলাকার গেসুর ছেলে।
পুলিশ জানিয়েছে, শাহাদাৎ একজন মাদক কারবারি ছিল। ধারণা করা হচ্ছে, মাদক বিক্রির অর্থের ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে তাকে ছুরিকাঘাত করেছে অপর মাদক বিক্রেতারা।
ওসি নাসির আহম্মেদ জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।