বরিশালের বানারীপাড়ায় উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ আলম মিঞার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
অনুষ্ঠানে এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক ও রাজনীতিক বিরল। অল্প সময় দেশ শাসনের সুযোগ পেয়েও তিনি তার সৎকর্মগুণে দেশের আপামর মানুষের হৃদয়ের মধ্যমনি হয়ে আজও দেদীপ্যমান হয়ে আছেন।
পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব রিয়াজ আহমেদ মৃধা ও পৌর বিএনপির আহ্বায়ক আহসান কবির নান্না হাওলাদার।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।