ইরানের ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে’ বিমান হামলার দাবি ইসরাইলের

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ইরানে গত কয়েক ঘণ্টায় ৫০টিরও বেশি বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী এর মধ্যে দেশটির সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রেও হামলার দাবি করেছে তেল আবিব।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র’। ইরানের এমন ‘বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি গুঁড়িয়ে দেওয়ার অংশ হিসেবে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।

তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। জাতিসংঘের নজরদারি সংস্থা আইএইএ এবং মার্কিন গোয়েন্দারাও তাদের সাম্প্রতিক প্রতিবেদনে একই রকম মূল্যায়ন করেছে।

  • ইরান
  • ইসরাইলের
  • বিমান হামলা
  • সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র
  • #