হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিটোলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে পুলিশ গাড়ি থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।