‘মব’ তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তায় একজন আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে উচ্ছৃঙ্খল জনতার (‘মব’) মাধ্যমে হেনস্তার ঘটনায় হানিফ মিয়া নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২৩ জুন) রাতে সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে উত্তরা এলাকা থেকে আটক করে। পরে আজ ভোরে তাকে থানায় সোপর্দ করা হয়। তিনি বলেন, হানিফ মিয়া বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়া এখন থানা-পুলিশের হেফাজতে আছেন বলে জানান পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক। তিনি বলেন, হানিফ মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনেন। জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নূরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল।

  • আটক
  • সাবেক সিইসি
  • হেনস্তা
  • #