বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবুল কালাম আজাদের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ, পিএসসি এমটি সিএন্ডই (অব.) ফিউনারেল প্যারেড এবং নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিমানবাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ড-এ ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এর আগে গত ২১ জুন সকাল ৮টায় কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর ১৯ দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফিউনারেল প্যারেড অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এম আবুল কালাম আজাদ ৩ জুন ১৯৫০ সালে মুন্সীগঞ্জ জেলার সোলার চর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তার অবদান জাতির কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে।

তিনি ১৯৭৪ সালের ২৭ জুন (২৭ জুন ১৯৭২ তারিখে আগাম প্রবীণতাসহ) বিমানবাহিনীতে এমটি সিএন্ডই শাখায় কমিশন লাভ করেন। তিনি দীর্ঘ ২৮ বছর ১১ মাস ৬ দিন চাকুরির দায়িত্ব পালন শেষে ৬ মে ২০০৪ তারিখে গ্রুপ ক্যাপ্টেন পদবীতে অবসর গ্রহণ করেন।

  • অনুষ্ঠিত
  • আবুল কালাম আজাদ
  • গ্রুপ ক্যাপ্টেন
  • ফিউনারেল প্যারেড
  • বীর মুক্তিযোদ্ধা
  • #