উপজেলার তৃতীয় ধাপের ভোটে মনোনয়ন ১৫৮৮ প্রার্থীর

:
প্রকাশ: ৮ মাস আগে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল আজ বৃহস্পতিবার (২ মে)। নির্ধারিত সময় শেষে এ ধাপের ভোটে মোট ১ হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

#