বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে দুই নারীকে মারধরের ঘটনায় যুবদলের নেতা মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, হামলার সময় শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছিলেন। এ সময় এক ব্যক্তি তার পথ রোধ করে শরীরে আঘাত করেন, ফলে তিনি মেঝেতে পড়ে যান। একই সময়ে আরেক নারীও দৌড়ে নিচে নামার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে দেয়। এরপর ৮-১০ জনের একটি দল মিলে মেঝেতে পড়ে থাকা দুই নারীকে নির্দয়ভাবে মারধর করে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, হামলার সময় দুই নারী প্রাণপণে চিৎকার করলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। বরং পরে আরও কয়েকজন হামলাকারী হোটেলের ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুরের শব্দও শোনা যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, হোটেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এদিকে সামাজিক চাপ ও সমালোচনার মুখে যুবদল বৃহস্পতিবার রাতে একটি বিজ্ঞপ্তি দিয়ে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দল বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় নেবে না এবং সব নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

  • বনানী
  • যুবদল নেতা
  • হামলা
  • হোটেল
  • #