মুগদায় গণধোলাইয়ে আহত ছিনতাইকারীর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

রাজধানীর মুগদায় ছিনতাইয়ের সময় গণধোলাইয়ে আহত এক ছিনতাইকারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম আল আমিন (২০) বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) মারা যান। এর আগে গত বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিংস্টেশনের সামনের রাস্তায় তিনি গনধোলাইয়ের শিকার হন।

থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করে ওই যুবক। এসময় জনগন দেখতে পেয়ে তাকে ধরে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে মারা গেছেন।

তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনি তার নাম আল আমিন (২০) বলে জানিয়েছিলেন। তবে বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • গণধোলাই
  • ছিনতাইকারী
  • মুগদা
  • মৃত্যু
  • #