পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গিয়েছিল। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার মো. রনি (৪০), কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী এক শিশুর পরিবার।

ভুক্তভোগী শিশুদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। প্রথমে ছাদে নিয়ে মোবাইলে ভিডিও দেখায়, পরে নিচতলায় নিজের ঘরে নিয়ে শিশুদের ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিশুরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরদিন ২ জুলাই সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেয় এক শিশুর পরিবার। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। তাকে গ্রেফতারে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অভিযোগের পরপরই আমরা তদন্ত শুরু এবং আইনি পদক্ষেপ গ্রহণ করি। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। এরই মধ্যে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

র‍্যাব জানায়, এ বিষয়ে শুক্রবার সকাল ১০টায় পাবনা র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

  • গ্রেফতার
  • ধর্ষণ
  • পাবনা
  • যুবক
  • শিশু
  • #