‎টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। ‎বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ‎বৃহস্পতিবার সকালে পুলিশ হাসপাতাল থেকে ওই পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

‎মৃত ওই শ্রমিকের নাম মাহফুজুর রহমান (২১)। তিনি বরিশাল জেলা সদরের হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। মাহফুজুর টঙ্গীর ব্লু ফ্যাশন নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন।‎

‎পুলিশ জানায়, বুধবার রাতে মাহফুজুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টঙ্গী বাজার থেকে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক পেছন থেকে তাঁর ডান ঊরুতে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পাশেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মরত পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে টঙ্গী পশ্চিম থানার পুলিশে খবর পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

  • ছুরিকাঘাত
  • টঙ্গী
  • পোশাকশ্রমিক
  • মৃত্যু
  • #