আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুটির নাম বায়েজিদ ইসলাম (৮)। সে আশুলিয়ার জিরানী কোনাপাড়া পুকুরপাড় এলাকার রোজেল মিঞার ছেলে।

স্থানীয়রা জানান, আশুলিয়ার পুকুরপাড় এলাকা থেকে নিখোঁজ হয় শিশু বায়েজিদ। পরে রাতে পুকুরপাড় এলাকায় বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে তার মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

নিহত শিশু বায়েজিদের বাবা রোজেল মিঞা বলেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃওরা আমার শিশু সন্তানকে হত্যা করে মরদেহ গুম করতে সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে যায়। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহটির ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

  • আশুলিয়া
  • উদ্ধার
  • মরদেহ
  • #