নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিনদিন পর ভোগাই নদী থেকে হুমায়ুন মিয়া (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হুমায়ুন পাশের নকলা উপজেলার দুকুরিয়া গড়েরগাঁও গ্রামের ফুল মাহমুদের ছেলে। এর আগে দুপুরে আড়াইআনী বাজার ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হুমায়ুন তার অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রোববার দুপুরে তার স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।

সোমবার সকালে ভোগাই নদীর আড়াইআনী বাজার চেয়ারম্যানবাড়ি ঘাটে একটি অটোরিকশা ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক রাসেল রেহান চৌধুরী বলেন, সিএনজিটি উদ্ধারের পর চালকের খোঁজ করতে থাকি। বিকাল সাড়ে ৫টার দিকে নদীর ভাটির দিকে আমবাগান এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা সেটি উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • অটোচালক
  • উদ্ধার
  • মরদেহ
  • #