নিখোঁজের পরদিন পুকুরে মিলল কিশোরীর মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে লামিয়া আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হক মাতুব্বরের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া একই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে এবং নয়াকান্দি আলিয়া মাদরাসার নবম শ্রেণির র ছাত্রী।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) বিকেলে লামিয়ার মোবাইলে একটি কল আসে। এরপর সে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় এবং আর ফিরে আসেনি। রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জমিতে পাট কাটতে গিয়ে শ্রমিকরা লামিয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেন। এরপর পুলিশে খবর দেয়া হলে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত লামিয়ার মা রেভেবা জানান, লামিয়া প্রায়ই একটি ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতো। বুধবার বিকেলে একটি ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয়। রেভেবার অভিযোগ, পাট কাটা শ্রমিকরা লামিয়ার মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান এবং তার গলায় ওড়না পেঁচানো ছিল।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

  • কিশোরী
  • নিখোঁজ
  • মরদেহ
  • #