বরিশালে ভাড়া বাসায় শিক্ষকের রহস্যজনক মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

বরিশাল নগরীর করিম কুটির এলাকার একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) নামের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে মরদেহটি উদ্ধার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এদিকে, শিক্ষকের ছোট ভাই মোহাম্মদ আলাউদ্দিন এই মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের করিম কুটির এলাকার মজিদ গলির ‘স্মরণিকা ভিলা’র নিচতলায় একা বসবাস করতেন শিক্ষক মহিউদ্দিন। বৃহস্পতিবার দুপুর থেকে তিনি ঘরের ভেতর নিথর অবস্থায় বিছানায় শুয়ে ছিলেন বলে জানালা দিয়ে তাকে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। রাত পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

মৃত শিক্ষকের ছোট ভাই ও বিএম স্কুলের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমার ভাই কিছুদিন আগে স্কুলের দুর্নীতি নিয়ে বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছিলেন। এতে বর্তমান ও সাবেক প্রধান শিক্ষকের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল এবং কয়েক মাস আগে বহিরাগতদের দিয়ে মারধরও করা হয়। আমার দৃঢ় বিশ্বাস, এই শিক্ষকের মৃত্যুর পেছনে এসব ঘটনার যোগসূত্র রয়েছে।

ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

  • বরিশাল
  • মৃত্যু
  • রহস্যজনক
  • শিক্ষক
  • #