সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটক ভিডিও নিয়ে বিতর্কের জেরে মারামারির ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া তার চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চনুয়াখাই (লতিফনগর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। আহত সুলতান মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মৃত জনাব আলীর ছেলে মনির মিয়া (৫০) টিকটকে প্রায়ই বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন। এ নিয়ে রুবেলের সঙ্গে মনির মিয়ার বিতর্কের সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল ও তার চাচাতো ভাই সুলতান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বদরুদ্দোজা বলেন, হাসপাতাল আনার আগে রুবেলের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মনিরকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।