কপোতাক্ষ নদ, বৃদ্ধ, লাশ, উদ্ধার

: পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

খুলনার পাইকগাছা কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধর্ম পীর দরগার পাশে শ্মশানঘাটসংলগ্ন খেয়াঘাট এলাকায় নদে ভাসমান লাশটি দেখতে পেয়ে  স্থানীয়রা পাইকগাছা থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নৌ-পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আ. সবুর বলেন, লাশটি  উদ্ধারের অনেক পরে জানা যায় যে, সে আশাশুনিয়া উপজেলার দর্গাপুর গ্রামের মৃত্যু ফজর আলী গাজীর ছেলে মোজাম গাজী (৭৩)। মোজাম গাজীর ছেলে মাসুম গাজী জানান, আমার পিতা মানসিক রোগ ও এজমা রোগে ভুগছিল।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে।

  • উদ্ধার
  • কপোতাক্ষ নদ
  • বৃদ্ধ
  • লাশ
  • #