ভাশুরের ছুরিকাঘাত প্রাণ গেল গৃহবধূর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে নদী আক্তার নীলা (২৫) নামের গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাশুর রবিউল হাসান আবিরের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল ৭টার দিকে উপজেলার কুশিয়ারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঋণের কিস্তি নিয়ে বিরোধের জেরে নীলা হত্যার ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের দুই ঘণ্টা পর সকাল ৯টার দিকে রক্তমাখা ছোরা নিয়ে বন্দর থানায় আত্মসমর্পণ করেন রবিউল হাসান আবির। তিনি কুশিয়ারার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। নিহত নদী আক্তার নীলা মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নীলার স্বামী রাসেল হাসান কয়েক মাস আগে সৌদি আরব চলে যান। সেখানে যাওয়ার আগে ব্যবসা করার জন্য রাসেল হাসান মায়ের কাছে টাকা চান। তখন মা ব্র্যাক ব্যাংক থেকে চার লাখ টাকা ঋণ তুলে দেন। ওই ঋণের জিম্মাদার হন রাসেলের বড় ভাই রবিউল। কিন্তু রাসেল ব্যবসা না করে সৌদি আরব চলে যান। এদিকে ঋণের কিস্তির জন্য ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ রবিউল হাসান আবিরের চাপ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে ছোট ভাইয়ের স্ত্রী নীলার সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।

ওই বিরোধের জেরে রোববার সকাল ৭টার দিকে নদী আক্তারকে বাসা থেকে ডেকে নেন রবিউল হাসান আবির। তিনি পাশের মহিউদ্দিনের আমবাগানের পাশে ছনক্ষেতে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেন। খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের দুই ঘণ্টা পর রক্তমাখা ছোরা নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন রবিউল। এ ঘটনায় হত্যা মামলা হবে।

  • গৃহবধূ
  • ছুরিকাঘাত
  • প্রাণ গেল
  • ভাশুর
  • #