জুলাই শহীদ তালিকা থেকে বাদ পারিবারিক দ্বন্দ্বে মারা যাওয়া জিসান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তাওহিদুল আলম জিসানের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার (৩ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত না থাকার কারণে গেজেটভুক্ত শহীদ তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। জিসান পারিবারিক দ্বন্দ্বে মারা যান। এ বিষয়ে আদালতে মামলা চলছে।

তাওহিদুল আলম জিসান শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ এলাকায়।

গত বছরের ৩০ জুলাই ছুরিকাঘাতে খুন হন জিসান। ঘটনার পরদিন নিহত জিসানের বাবা আলমগীর মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলায় জিসানের বন্ধু নাঈম ও তাঁর বাবা কামালের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।

তবে চলতি বছর আলমগীর মোল্লা নতুন করে আদালতে আরও একটি সিআর মামলা করার চেষ্টা করেন। সেখানে প্রথম মামলার দুই আসামিসহ আরও ২৮ জনকে নতুন আসামি হিসেবে যুক্ত করা হয়। অভিযোগ উঠেছে, নতুন তালিকাভুক্ত অধিকাংশ ব্যক্তি বাদীর ব্যক্তিগত বিরোধের শিকার। তাঁদের মধ্যে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও রয়েছেন।

প্রথম মামলার অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে জিসানের ওপর হামলা চালানো হয়। তবে নতুন মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বাড়ি ফেরার পর ৬ নম্বর আসামি গোলাম দস্তগীর গাজীর নির্দেশে প্রথম ৯ জন আসামি মিলে জিসানকে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করেন।

  • জিসান
  • জুলাই শহীদ
  • তালিকা
  • পারিবারিক দ্বন্দ্ব
  • বাদ
  • #