টিএসসিতে রাজাকারদের ছবি প্রদর্শন : জড়িতদের শাস্তির দাবি উদীচীর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চিহ্নিত ‘গণহত্যাকারীদের’ ছবি প্রদর্শনের জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, তাৎক্ষণিক প্রতিবাদের মাধ্যমে ছবি অপসারণ করতে বাধ্য করায় ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অভিনন্দন জানান।

বিবৃতিতে উদীচীর নেতারা বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মতো উল্লেখযোগ্য দিনে একাত্তরের আত্মস্বীকৃত রাজাকার, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ স্বাধীনতাবিরোধীদের ছবি প্রদর্শন করে ঘৃণ্য অপরাধ করেছে ছাত্রশিবির। এর মাধ্যমে চব্বিশকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হয়েছে বলে মনে করে উদীচী। তবে, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের মুখে ছবি সরাতে বাধ্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বামপন্থি ছাত্রসংগঠনের সব নেতা-কর্মীকে অভিনন্দন জানিয়ে উদীচীর নেতারা বলেন, মুক্তিযুদ্ধ ও একাত্তর প্রশ্নে কোনও ছাড় দেওয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ যেসব কর্মকর্তা ছাত্রশিবিরকে এ প্রদর্শনীর অনুমতি দেওয়ার সঙ্গে জড়িত তাদের দায়িত্বে অবহেলার জন্য কঠোর শাস্তির আওতায় আনার জন্য বিবৃতিতে দাবি জানায় সংগঠনটি।

এছাড়া, স্বাধীনতা সংগ্রামের পটভূমি রচনায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্য ভূমিকা রেখেছে, সেই ক্যাম্পাসে ভবিষ্যতে যেন স্বাধীনতাবিরোধীরা আর কোনও অপতৎপরতা চালাতে না পারে তা নিশ্চিত করার দাবিও জানান মাহমুদ সেলিম ও অমিত রঞ্জন দে।

  • উদীচীর
  • ছবি
  • টিএসসি
  • দাবি
  • প্রদর্শন
  • রাজাকার
  • শাস্তি
  • #