পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করল বিএসএফ

:
প্রকাশ: ২ ঘন্টা আগে

পঞ্চগড় সদরের ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ। আজ বুধবার ভোরে ওই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে হাড়িভাসা এলাকার নৈশ্যপ্রহরী ও স্থানীয় মানুষ তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের কাছে তুলে দেয়। সেখান থেকে তাদের আটক করে নিয়ে যায় বিজিবি।

বিজিবি তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও এক শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটকৃত ব্যক্তিরা বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা। তারা ভারতের বোম্বেসহ বিভিন্ন এলাকায় কাজ করতেন।

সম্প্রতি তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ সুযোগ বুঝে ওই সীমান্ত দিয়ে তাদের পুশইন করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, পুশইনের শিকার ২৩ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের পরিচিয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • পঞ্চগড়
  • পুশইন
  • বিএসএফ
  • সীমান্ত
  • #