স্বপ্ন :
যদি কোনোদিন এমন একটি দেশের
সন্ধান পাও যেখানে নেই কোনো ধর্ম,
নেই কোনো অনেক রঙয়ের মানুষ
নেই কোন উঁচুনিচু জাতপাতের বালাই।
আমাকে সন্ধান দিও।
চাই না সেখানে থাকতে যেখানে
মানবতার চাইতে ধর্ম পালন
বেশি প্রয়োজন।
নারী পুরুষে ভেদাভেদ
কন্যাসন্তানকে বোঝা মনে করা …
মুসলিম নারী হিজাব ছাড়া অসম্পূর্ণা
বিয়ের সময় কাবিন নামের শিকলে
নারীর অসম্মান।
মেয়ের চাইতে ছেলের দ্বিগুণ সম্মান।
যেখানে রয় , চৌধুরী , ব্যানার্জি
দাশ পদবি দিয়ে নির্ধারিত হয়
বংশপরিচয়!
বিয়ের পর কন্যাসন্তান
হয় সম্পূর্ণ পর …
যেখানে বিয়ের রাতে মেয়েদের চুল কেটে
হিজাব পরিয়ে দেওয়া!
বাদবাকি জীবন শুধু স্বামীর
জন্য হয় হিজাব খোলা।
ধর্মগুরু হতে হলে আজীবন
কুমার হয়ে থাকা ,
ধর্মের নামে সেবা করতে হলে
আজীবন কুমারী থাকা!
চাই না এমন দেশ, চাই না এমন পৃথিবী
প্রতিবাদ করতে গেলেই হয় বিপদ
প্রতিবাদ করতে গেলে হতে হয়
সমাজ থেকে বহিষ্কার ….
কখনো কি আমরা ভেবে দেখেছি
ধর্ম এবং রাজনীতি
এই দুইয়ের অপূর্ব মিল
রাজনীতিবিদরা উদ্দেশ্য
হাসিল করতে ব্যবহার করে ধর্মকে
আর ধর্ম সৃষ্টি করে রাজনীতিবিদদের।